সমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর আড়াইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশের জন্য আসছেন তারা। এসময় তাদের হাতে প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে।
তবে দুপুর পৌনে একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলের সিনিয়র নেতাদের কেউ ঘটনাস্থলে আসেননি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা।