Saturday, April 19, 2025

সর্বশেষ

পঞ্চগড়ে আবারো ১০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা আবারো ১০ ডিগ্রির নিচে নেমেছে। এতে আবারো মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়লো শীতের এই জেলা। তবে সকালেই সূর্যের দেখা মেলায় হালকা কুয়াশার সঙ্গে রোদও ছড়িয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা (সর্বনিম্ন) বেড়ে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের কারণে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিকসহ ভ্যান চালকদের দুর্ভোগ দেখা দেয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা (সর্বনিম্ন) ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ নিচে থাকলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.