Thursday, December 5, 2024

সর্বশেষ

মেট্রোরেল: ১৩ ডিসেম্বর থেকে ঢাবি ও বিজয় সরণি স্টেশন খুলবে

আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ঢাকা মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণি স্টেশন দুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মোট সাতটি স্টেশনের মধ্যে পাঁচটি স্টেশন উন্মুক্ত করা হবে।

আগে খোলা স্টেশনগুলো হলো- ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল। জানুয়ারির শুরুতে খোলা হবে শাহবাগ ও কাওরান বাজার স্টেশন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক এম এ এন সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালুর তিন মাসের মধ্যে তারা আরও দুটি স্টেশন চালু করতে যাচ্ছেন।

তিনি বলেন, তবে মেট্রোরেল কার্যক্রমের সময়সূচি দুটি স্টেশন খোলার পর পরিবর্তন করা হবে না। এটি পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী এটি চলবে।

এম এ এন সিদ্দিক আরও জানান, স্টেশনের লিফট ও সিঁড়ির কাজ এখনও শেষ না হওয়ায় পরবর্তীতে শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু করা হবে।

গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের উদ্বোধন করেন।

পরদিন থেকে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.