Thursday, December 5, 2024

সর্বশেষ

উড়োজাহাজের সিটের নিচে ও টয়লেট থেকে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এ চালান আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বিজি ২৪৮ নম্বর ফ্লাইটটি। ওই সময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালালে সিটের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করা হয়। ওই সময় পেস্ট করা স্বর্ণও উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তল্লাশির পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে এতে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০টি বার রয়েছে, যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এ ছাড়া ছয়টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে, যার ওজন এক কেজি ৫৯১ গ্রাম।

তিনি জানান, বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এ কাস্টমস কর্মকর্তা।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.