বিএনপি চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
৩০ ডিসেম্বর মঙ্গলবার তিনি তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় এই শোক প্রকাশ করেন। সেই সঙ্গে এদিন তার সংসদীয় এলাকায় থাকা সব কর্মসূচি বাতিল করার কথাও জানান।
ডা. ইকরামুল বারী টিপু লেখেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন ( আল্লাহুম্মাগ ফিরলাহু ওয়ার হামহু)। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সংগত কারণেই আজকের সকল রাজনৈতিক কর্মসূচী স্থগিত করা হলো।’
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
এ সময় তার পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা।
খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে দাফন করা হবে জিয়া উদ্যানে তার স্বামী ও বিএনপি প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের কবরের পাশে।
তার মৃত্যুতে দলীয়ভাবে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বুধবার সাধারণ ছুটি ঘোষণা ছাড়াও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল। মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তাঁর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে জটিলতা ও শরীর–মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি করানো হতো।
গত ২৩ নভেম্বর এমনই পর্যায়ে তাঁকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। ‘দেশনেত্রী’ , ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তাঁর প্রিয় দেশবাসীর কাছ থেকে।

