Sunday, April 20, 2025

সর্বশেষ

এবার মঙ্গলবারও অবরোধ দিল বিএনপি

সরকারের পদত্যাগের এক দফা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে টানা কর্মসূচি চালিয়ে আসা বিএনপি আবারও অবরোধের ডাক দিল। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) ও বুধবার (১৩ ডিসেম্বর) ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রবিবার (১০ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অন্যান্য সমমনা দল ও জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে বলে জানান রিজভী। অবরোধ ঘোষণার পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

আজ বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন নিয়ে রিজভী বলেন, ‘সরকার ভেবেছিল হামলা, মামলা ও গ্রেপ্তার করে জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করে দিবে। কিন্তু না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বুক চিতিয়ে অংশগ্রহণ করেছে। তারা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে মানবাধিকার দিবসে মানববন্ধনে জড়ো হয়েছে।’

‘আওয়ামী লীগ দ্বিতীয় বাকশাল কায়েক করতে চায়’

আওয়ামী লীগ দ্বিতীয় বাকশালী রাজত্ব কায়েম করতে চায় মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি আয়োজিত মানববন্ধনে পুলিশ হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অনেককে আহত করেছে। শুধু কি তাই, সারা দেশে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে। নেতাকর্মীদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারে বন্দী রাখা হয়েছে। যাতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়। আজকে সরকার শুধু আওয়ামীময় দ্বিতীয় বাকশাল কায়েম করতে চান।’

তিনি অভিযোগ করেন, ‘৭ জানুয়ারি নিজেদের মতো নির্বাচন করার জন্য সরকার দেশব্যাপী কবরের শান্তি বজায় রাখার লক্ষ্যে দেশব্যাপী গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। নির্যাতন নিপীড়ন চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চায় সরকার। সেজন্য তারা কবরস্থানের মতো নিস্তব্ধতা জারি রাখতে চায়। ৭ জানুয়ারি লোক দেখানো প্রহসনের নির্বাচন করতে চায়।’

তবে এবার প্রহসন ও জালিয়াতি করে ক্ষমতায় থাকা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আজকে গণতান্ত্রিক বিশ্ব ও দেশের জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। অন্যদিকে সরকার জাতিসংঘে চিঠি দিয়েছে বলে যে, বাংলাদেশের নির্বাচন ঘিরে নাকি অযাচিত হস্তক্ষেপ হচ্ছে!’

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে রিজভী বলেন, ‘আজকে দেশে পেঁয়াজের কেজি কত? প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কি জানেন? আসলে দেশের মানুষ বাঁচল না মরল- সেদিকে তাদের নজর নেই। তাদের নজর অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে রাখা।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.