Thursday, December 5, 2024

সর্বশেষ

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ নারীর মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম উমা চক্রবর্তী। তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছিল।

সোমবার রাত ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচ ডি ইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বেলা সাড়ে ১১টার দিকে তাকেসহ ৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, সোমবার সকালের দিকে কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে আসা হয়। এদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয়। রাতে এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় উমা চক্রবর্তী মারা যান। তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও বলেন, দগ্ধ অন্যদের মধ্যে বীনা রানী চক্রবর্তীর শরীরের ৮৫ শতাংশ, দেবা চক্রবর্তীর শরীরের ১৬ শতাংশ ও পিনাট চক্রবর্তীর শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.