Thursday, December 5, 2024

সর্বশেষ

নওগাঁর মান্দায় জমজমাট নৌকার প্রচার-প্রচারণা

নওগাঁ জেলার অন্যতম সংসদীয় আসন নওগাঁ-৪। যা শুধুমাত্র মান্দা থানা নিয়ে গঠিত। ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচারে সময় পার করছেন। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে ছুটে বেড়াচ্ছেন তারা।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণা বাড়ছে।

এবার নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু। ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি।

নাহিদ মোর্শেদ ছাড়াও এই আসনে ভোটের লড়াইয়ে রয়েছেন ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ইমাজউদ্দিন প্রামানিক, ‘ট্রাক’ প্রতীকে জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রোহানি সুলতান মাহমুদ গামা এবং জাতীয় পার্টির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অবশ্য সংসদীয় এই আসনে নৌকার প্রচার বেশি। অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণা একটু কম বলে জানান স্থানীয়রা।

ঈগল প্রতীকের প্রার্থী ইমাজউদ্দিন প্রামানিক বলেন, কৌশলগত কারণে এখন প্রচার-প্রচারণায় গতি বাড়ানো যাচ্ছে না। পর্যায়ক্রমে বাড়ানো হবে।

ট্রাক প্রতীকের ব্রহানী সুলতান মাহমুদ গামার কয়েকজন সমর্থক বাচ্চু রহমান, আব্দুর রশিদ, আসিফ ইসলাম ও আতাব আলি মৃধা জানান, নৌকা প্রতীকের সমর্থকদের ভয়ে প্রচার-প্রচারণার গতি কম। তবে কয়েকদিন পর ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা বাড়বে। সুষ্ঠু নির্বাচন হলে গামা ভাইয়ের জয় কেউ ঠেকাতে পারবে না।

এদিকে নৌকার সমর্থক এনামুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক আমাদের অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু ভাইকে দিয়েছেন। তাই স্বাভাবিক ভাবেই আমাদের এখানে তার সমর্থক ও কর্মী বেশি। নৌকার প্রতি মানুষের আস্থা রয়েছে। তাই সাধারণ জনগণ নৌকা প্রতীকের প্রতি আস্থা রেখে নাহিদ মোর্শেদ বাবু ভাইকে বিজয়ী করতে কাজ করছেন।

নৌকার প্রতিদ্বন্দ্বী অন্যরা থাকলেও সেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা বা কোনো ধরনের সহিংসতার ঘটনা এখনো ঘটেনি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.