পিরোজপুরে সদরে শুক্রবার অটোরিকশায় বাসের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া দুপুরে নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পিরোজপুর সদরের পাড়েরহাট রোডের কদমতলা এলাকায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অটোরিকশাটিকে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরবর্তী সময়ে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, নিহত সাতজনের মরদেহ পিরোজপুর জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।