Thursday, December 5, 2024

সর্বশেষ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩, আহত ৮

মাগুরার শালিখায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আর ৮ জন আহত হয়েছেন। তারা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের সিমাখালী হাজামবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধু শিকদার, নিলুপা রানি দে ও পুষ্প রানি দে। তাদের সকলের বাড়ি যশোরের বাঘারপাড়া নারকেলবাড়িয়া গ্রামে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কুমার ঘোষ এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে অটোরিকশাটি মাগুরা সিমাখালী হাজামবাড়ি মোড় এলাকায় পৌঁছালে সেখানে সড়কের উপরে থাকা মাটির স্তুপের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় অপর দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিরুপা রানি এবং পুষ্পা রানি দে মারা যান। এ সময় আহতদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মধু শিকদার মারা যান। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিসের একটি দল।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. আমর প্রসাদ বলেন, হতাহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজন মারা যান। অন্যদিকে গুরুতর আহত মধু শিকদার চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ দিকে মারা গেছেন। আহত ৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে কয়েকজন এখনও আশঙ্কামুক্ত নন।

ওসি মিলন কুমার ঘোষ জানান, হতাহতরা মাগুরার শ্রীপুরের খামারপাড়া থেকে নামযোগ্য অনুষ্ঠান শেষে সিএনজি চালিত অটোরিকশা করে যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকায় তাদের নিজ বাড়িতে ফিরছিলেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.