Sunday, April 20, 2025

সর্বশেষ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৭

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কুদ্দুস খান নামে আরও একজন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭-তে।

শনিবার (৩০ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয় কুদ্দুস খানের।

কুদ্দুসের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মো. সুরুজ আলী খানের সন্তান। থাকতেন কালিয়াকৈর।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে আইসিইউর ১৩ নম্বর বেডে মৃত্যু হয়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ১৭ জনের মৃত্যু হলো।

১৩ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। পরে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরে যান। আর এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হলো।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.