Thursday, December 5, 2024

সর্বশেষ

কথা দিচ্ছি, পাশে পাবেন: সাকিব আল হাসান

৭ জানুয়ারি নিজের জন্য ভোট চেয়ে মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট তারকা সাকিব আল হাসান বলেছেন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, নির্বাচিত হলে সুখে-দুঃখে সব সময় আমাকে পাবেন। আপনারা ৭ জানুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মির্জাপুর গ্রামে আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ও পরে আরও দুটি পথসভা করেছেন সাকিব।

মির্জাপুর গ্রামের ভোটারদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, ‘আমি আশা করি, এ রকম স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। আপনারা পাড়া-প্রতিবেশীকে নিয়ে লাইন ধরে সকাল আটটা থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করুন, আওয়ামী লীগকে জয়যুক্ত করুন। প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা অতুলনীয়। উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই।’

এর আগে সদরের জামরুলতলার দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সাকিব বলেন, ‘সময়মতো ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। নারী মানেই এ দেশের ক্ষমতার অর্ধেক মালিক। বাড়ির পুরুষদের যা বলবেন তারা সেটা মানতে বাধ্য। তাই আপনারা স্বামী-সন্তানকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন।‘

সন্ধ্যায় সদরের আঠারো খাদা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি বলেন, ‘আশা করি, আপনারা বাড়ির সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত করবেন। আত্মীয়স্বজনদের ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আনতে সক্ষম হবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই। এই জেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। বেশি কথা বলব না– ৭ জানুয়ারি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। তাহলেই এ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।‘

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.