বিএনপি আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকলেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা নীতি ও নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর ভুয়া রাজনৈতিক দল বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, চিরতরে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। ওরা অপেক্ষায় আছে স্যাংশন আসবে, নিষেধাজ্ঞা আসবে।
‘কিন্তু শেখ হাসিনা ভিসা নীতি তোয়াক্কা করেন না, আটলান্টিকের ওপারে স্যাংশনকে তিনি ভয় পান না। কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি আমরা পরোয়া করি না,’ বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে ফাইনাল খেলা। লুটপাট, হাওয়া ভবন ও বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতিবাজরা, লুটেরারা সাবধান। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, খেলা হবে।
‘কিন্তু বিএনপি কোথায়? কোথায় পালিয়েছে? কেন পালিয়েছে? ফাউল করে লাল কার্ড,’ বলেন তিনি।
বিএনপি এখন বোমা মারবে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান টেমসের ওপার থেকে নির্দেশ দিয়েছে; বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। কিন্তু ভুয়া, সব আন্দোলন ভুয়া।
‘এখন কি করে? অবরোধ। অবরোধ ভুয়া, হরতাল ভুয়া। পাবলিক কিছুই মানে না। বিএনপি হচ্ছে ভুয়া,’ বলেন তিনি।
আগামী পাঁচ বছরে এক কোটি বেকার যুবকের নতুন করে কর্মসংস্থান হবে বলে জানান কাদের। তিনি বলেন, তরুণদের জন্য শেখ হাসিনার উপহার- স্মার্ট জেনারেশন, স্মার্ট সিটিজেন।
প্রথমবারের ভোটারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্রদের মাঝে আকর্ষণীয় করতে হবে।
রাজনীতিতে মেধাবী ও চরিত্রবানদের আসতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ভালো লোক এমপি-মন্ত্রী হলে, দেশ ভালো চলবে। খারাপ লোকের হাতে ক্ষমতা গেলে দুঃশাসন অনিবার্য।