তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমপর্যায়ের প্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আর মঙ্গলবার বন্ধ থাকবে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
সোমবার পৃথকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক বিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বহমান তীব্র দাবদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সক মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ থাকবে।
এর আগে রোববার চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের পাঁচটি জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার ঘোষণ দেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীয় স্কুল বন্ধ থাকবে। তবে এসব জেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) আছে, সেগুলোতে কর্তৃপক্ষ চাইলে ক্লাস চালু রাখা যাবে। আর প্রাথমিক স্কুল খোলাই থাকবে।
গরমের মধ্যে এক সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ থাকার পর রোববারই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এদিন থেকেই চালু হয় ক্লাস। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।