২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেয়া সব পরীক্ষার্থী পাস করেছে, তবে ৫১টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেনি মাধ্যমিকের চূড়ান্ত এ পরীক্ষায়।
গত বছর এসএসসিতে ২৯ হাজার ৭১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শূন্য পাসের হার ছিল ৪৮ প্রতিষ্ঠানে। আর শতভাগ পাস ছিল ২ হাজার ৩৫৪টিতে।
এর আগে গণভবনে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হয়।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে পাস করেছে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ফলের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।
তিনি জানান, এ বছর সব শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে দুই দশমিক ৬৫ শতাংশ।