‘দিনভর বৃষ্টি উপেক্ষা করেই দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজয়ের আমেজে বাংলা গানের তালে তালে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবটি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়ায় গতকাল সকাল থেকেই সারা দেশে ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে হাবিপ্রবির শিক্ষার্থীরা পিঠা উৎসবের আমেজে মেতে ওঠেন। পিঠা স্টলের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উৎসবের পিঠা সন্ধ্যা না হতেই শেষ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন এবং স্টল মালিকদের সঙ্গে কথা বলেন।
সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন টিএসসিতে শুরু হয় গানের আয়োজন। সেখানে শীতকে বরণ করে নেওয়ার গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শিল্পীরা লোক, বাউল, মুর্শিদি ও ভাটিয়ালি গান গান। বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গানের অনুষ্ঠানে ‘অর্ক সাংস্কৃতিক জোট’ ও ‘নয় রঙ’ সহযোগিতা করে।
গানের অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদসহ অন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়টি যেন এক অন্যরকম উৎসবে মেতে উঠেছে; যা দেখলে যে কারওই ভালো লাগবে, ইচ্ছে করবে এমন অংশগ্রহণের সাক্ষী হতে।
বাঙালির লোক ইতিহাস-ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। এ আয়োজন বিশ্ববিদ্যালয়ে নতুন আমেজ সৃষ্টি করে, সজীবতার বার্তা দেয়। এমন নান্দনিক আয়োজন বিশ্ববিদ্যালয়ে আরও হোক এমনটাই প্রত্যাশা করেছেন শিক্ষার্থীরা।