নর্দান ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো শিক্ষক-ছাত্র সম্মাননা, ২০২৫ কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.) বিএন এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান জি এম ফয়সাল ও অভিভাবক প্রতিনিধি হিসাবে জনাব মীর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে পুরষ্কার গ্রহন করেন প্রতিষ্ঠানের ইংরেজী বিভাগের ইন্সট্রাকটর সাদিয়া মেমী।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠানের বিভিন্ন কার্য পদ্ধতি ও শিক্ষার্থীদের বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিস অতিথিদের মাঝে তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান। এরপর বক্তব্য রাখেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সকলেই কারিগরি শিক্ষার গুরুত্ব, ব্যবহারিক জ্ঞান অর্জন ও দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে কর্ম জীবন শুরুর নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে ক্লাস উপস্থিতি ক্যাটাগরিতে বিভিন্ন টেকনোলজি ও পর্বের ৫ জন , পর্ব সমাপনী পরিক্ষায় ভাল ফলাফল অর্জন ০১ জন , আন্তঃবিভাগ ক্ইুজ প্রতিযোগিতা- বিজয়ীদল , ফুটবল খেলায়- বিজয়ী দল প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছ থেকে ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এর বিভিন্ন টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।