জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আলোচনা শুরুর আধাঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার মিলনায়তনের বুকিং বাতিল করেছে ঢাবি প্রশাসন। ‘ওপর থেকে নির্দেশ’ আসায় এই বুকিং বাতিল করা হয়েছে বলে জানান ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আলোচনাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে ভেন্যুস্থলে ব্যানার লাগানোর সময় আয়োজকদের ফোন করে ভেন্যু বাতিল হয়েছে বলে জানানো হয়। নির্ধারিত ভেন্যু বাতিলের পর বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কর্মসূচিটি শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, প্রোগ্রামের জন্য এই অডিটোরিয়ামটি আমাদের বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু শুরুর আধাঘন্টা আগে আমাকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির ফোন দেন। তিনি বলেছেন, এই ভেন্যুতে আমাদের দেওয়া বুকিং ক্যান্সেল করা হয়েছে। আমরা যেন প্রোগ্রামটি না করি।
নির্দিষ্ট কোনো কারণ তিনি বলেছেন কি-না জানতে চাইলে তানজিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ তিনি আমাকে বলেননি। তবে বলেছেন, এক জায়গা থেকে তিনি ফোন পেয়েছেন। ওই জায়গার পক্ষ থেকে নাকি বলা হয়েছে, আমাদের যেন স্পেসটি ব্যবহার করতে না দেন। এরপর তিনি আমাকে বলেছেন, যেহেতু ফোন এসেছে সেহেতু ঝামেলা হতে পারে। আপনাদের অনুরোধ করবো, আপনারা যেন প্রোগ্রাম না করেন।
অধ্যাপক ড. তানজিম আরও বলেন, ‘বুকিং বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রের্কড। এটা বিশ্ববিদ্যালয়ের চেতনার পরিপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর লঙ্ঘন।’
জানতে চাইলে ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনার কারণে ভেন্যু বাতিল করতে হয়েছে। আমরা জানতে পেরেছি যে, কর্মসূচিতে সরকারবিরোধী কার্যকলাপ ঘটবে। আমরা তাদের অনুমতি দিতে পারি না।’