Thursday, December 5, 2024

সর্বশেষ

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন ৯ গবেষক

উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর তত্ত্বাবধানে ২০২২-২৩ অর্থবছরে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড এবং ২০২৩-২৪ অর্থবছরের চেক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে আটটি অনুষদ থেকে ৯ গবেষককে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। আইআরটির পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতে গবেষণাকে প্রাধান্য দিয়ে থাকেন। দেশের সকল খাতে বাজেট বরাদ্দ কমলেও গবেষণা খাতে বাজেট বেড়েছে। একটি দেশ গবেষণা ক্ষেত্রে যত এগিয়ে যাবে সেই দেশের উন্নতি তত বেশি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়তে আমাদের সকলের গবেষণার মাধ্যমে অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, গবেষণা খাতে উন্নতির জন্য শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রিসার্চ টিম গঠন করে কাজ করে যেতে হবে। গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ও বিশ্বের কাছে তুলে ধরার জন্য অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

এরপর ২০২২-২৩ অর্থবছরের গবেষকদের মধ্য থেকে ৯ জন গবেষককে বেস্ট প্রেজেন্টার আওয়ার্ড প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।

বেস্ট প্রেজেন্টার হিসাবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত হয়েছেন কৃষি অনুষদের প্রফেসর ড. নূর ই নাজমুন নাহার ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. শামস শায়লা ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অ্যাসিস্টেন্ট প্রফেসর রনি তোতা, বিজনেস স্টাডিজ অনুষদের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, মৎসবিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মো. রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. মো. কামাল উদ্দীন সরকার, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মামুনা শারমিন, বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মো. মামুনুর রশীদ এবং সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের অ্যাসোসিয়েট প্রফেসর আশারফি বিনতে আকরাম।

পরে ২০২৩-২০২৪ অর্থবছরে ১০৭টি একক গবেষণা প্রকল্প ও ৯টি সমন্বিত গবেষণা প্রকল্পকে অর্থচেক প্রদান করা হয়। এ ছাড়াও ২০২২-২৩ অর্থ বছরের ১১টি চলমান গবেষণা প্রকল্পকে ২য় বছরের অর্থচেক প্রদান করা হয়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.