Sunday, April 20, 2025

সর্বশেষ

বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকবে ৩ মাস

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে তিন মাসের জন্য কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে ১৪১২ নম্বর ফেজের কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় উত্তোলন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন চালু থাকবে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

খনি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪১২ নম্বর ফেজে চলতি বছরের ১২ অক্টোবর থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়। সেই ফেজ থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। শুক্রবার রাতে ১৪১২ নম্বর ফেজে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় ফেজটি বন্ধ ঘোষণা করা হয়। ১৪০৯ নম্বর নতুন ফেজে যন্ত্রপাতি বসানো হবে। এ ছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহের জন্য আগামী তিন মাসের জন্য বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল্ড ইয়ার্ডে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের এমডি প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, ‘পুরাতন ফেজ থেকে যন্ত্রপাতি নতুন ফেজে বসানোর জন্য দুই থেকে আড়াই মাস সময় লাগে। সেই হিসেবে আগামী বছরের মার্চের মাঝামাঝি সময় প্রয়োজন। তবে মার্চের প্রথম সপ্তাহে খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন করার চেষ্টা করা হচ্ছে।

‘কয়লা উত্তোলন বন্ধ থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্রে কোনো প্রভাব পড়বে না। কারণ তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী তিন মাস পরিচালনার জন্য কয়লা মজুত রয়েছে।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.