Thursday, December 5, 2024

সর্বশেষ

আবার বেড়ে স্বর্ণের দামের নতুন রেকর্ড

স্থানীয় বাজারে স্বর্ণের সর্বোচ্চ দামে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। তবে ভ্যাট ও মজুরিসহ এ দাম আরও বেশি হবে। দেশের বাজারে স্বর্ণের দাম এর আগে কখনও এতোটা উচ্চতায় ওঠেনি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন নির্ধারিত দাম জানিয়েছে। সে অনুযায়ী সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়ানো হয়েছে।

দাম বৃদ্ধির কারণ উল্লেখ করতে গিয়ে বাজুস যুক্তি দেখিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত এই দর বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৩০৮ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস, যা ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, বিগত ২০২৩ সালে ২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.