বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পাওনা পরিশোধে আরও ২৪টি ব্যাংকের অনুকূলে ৫ হাজার ৬৬৫ কোটি টাকার বন্ড ইস্যু করতে যাচ্ছে সরকার।
এ খাতের ভর্তুকি পরিশোধে প্রথম ধাপে ২৪টি ব্যাংকের সাথে বন্ড ইস্যু বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে অর্থবিভাগ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে এসব ব্যাংক, পাওনাদার বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ও বিদ্যুৎ বিভাগের মধ্যে এ চুক্তি সই হয় বলে অর্থ বিভাগ সুত্রে জানা গেছে।
অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, এখন এসব ব্যাংকের অনুকুলে বন্ড ইস্যুর জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হবে। বাংলাদেশ ব্যাংক পর্যায়ক্রমে ব্যাংকগুলোকে বন্ড ইস্যু করে দেবে।
বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা পরিশোধের জন্য সরকার গত ২৪ জানুয়ারি প্রথমবারের মতো বন্ড ইস্যু করে। এরপর অর্থ মন্ত্রণালয় দুটি ব্যাংকের অনুকূলে ২ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করে।
প্রতি বছরই বিদ্যুৎ ও সার খাতে বড় অংকের ভর্তুকি দিয়ে থাকে সরকার। অর্থ সংকটের কারণে গত কয়েক বছর সরকারের বিপুল অঙ্কের ভর্তুকির অর্থ বকেয়া পড়েছে।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত সার ও বিদ্যুৎ খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি বকেয়া পড়েছে। এই বকেয়ার কারণে সার ও বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের ব্যাংকঋণ সময়মতো পরিশোধ করতে পারছে না।
এ পরিস্থিতিতে অর্থ বিভাগ বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ও সার খাতের বকেয়া ভর্তুকি পরিশোধের জন্য বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয়। সার আমদানির পাওনা পরিশোধের জন্য ৪ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় ৩ হাজার ৩১৬ কোটি টাকার একটি বিশেষ বন্ড ইস্যু করে।
অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, সব বেসরকারি বিদ্যুৎ কোম্পানির বকেয়া পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এর জন্য সরকারকে প্রায় ১৫ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে হবে বলে জানান তারা।
এই বন্ডগুলোর মেয়াদ হবে ১০ বছর। আর সুদের হার বাংলাদেশ ব্যাংকের রেপো রেটের সমান, যা বর্তমানে ৮ শতাংশ।