দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩০০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
বুধবার রাত ১০টা পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ৩০টি ট্রাকে এসব পেঁয়াজ দেশে আসে বলে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর পানামা পোটের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ।
তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে ২১ জন আমদানিকারক গত এক সপ্তাহ আগে এলসি খুলেছেন। উভয় দেশের সরকার পর্যায়ের বাণিজ্য চুক্তির পর বুধবার থেকে আমদানিকারকরা এলসি খোলা পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশের প্রবেশ করতে শুরু করেছে। মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ট্রাক প্রবেশ করবে।
বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ৩০টি ট্রাকে ৩০০ টন পেঁয়াজ প্রবেশ করায় ৪ দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে।
বুধবার হিলি স্থলবন্দর বিকেলে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। যা গত মঙ্গলবার হিলি বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে দিনাজপুর শহরের বাহাদুরবাজার, চকবাজার ঘুরে দেখা গেছে দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাতে বাহাদূর বাজারে আরতদার সেলিম হোসেন জানান, পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ জামদানি করায় দেশি পেঁয়াজ পাইকারি দরে খুচরা মূল্যে বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, ভারতীয় আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দেশি পেঁয়াজের দাম এমনি কমতে শুরু করবে।
এ ছাড়া দিনাজপুরের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। চলন বিল এলাকার উৎপাদিত পেঁয়াজ দিনাজপুর বাজারে আসা শুরু হয়েছে।