Thursday, December 5, 2024

সর্বশেষ

পদ্মা সেতু: টোল আদায় ছাড়াল দেড় হাজার কোটি টাকা

এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু।

দেশের বৃহত্তম সেতুর কর্তৃপক্ষ জানায়, সেতু চালু হওয়ার পর থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

ওই সময়ে সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে এক কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ এক হাজার ২৩২টি। অপরদিকে জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয় ৫৬ লাখ ৮৯ হাজার ৮৬৩টি।

দেড় হাজার কোটি টাকার বেশি টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে।

২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরের দিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি।

সেতু চালু হওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু ব্যবহার করেছিল। সেদিন টোল আদায় হয় দুই কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.