Wednesday, December 4, 2024

সর্বশেষ

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বেড়েছে ৩১৪৯ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে তিন হাজার ১৪৯ টাকা। তাতে করে স্বর্ণের ভরি দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। এর আগে সবশেষ ১৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ তিন হাজার ৫৮১ টাকা বাড়ানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির এই ঘোষণা দেয়। একইসঙ্গে জানানো হয়, বর্ধিত মূল্য রোববার থেকেই কার্যকর করা হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী- ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা, ২১ ক্যারেটের ভরি ‌এক লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৮৯ হাজার ২১৮ টাকায় বিক্রি করা হবে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা এক হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.