Tuesday, December 3, 2024

সর্বশেষ

বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ ৪ বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারখানা শ্রমিকদের

সার্ভিস বেনিফিট ও বিভিন্ন বকেয়া পাওনা পরিশোধসহ কয়েকটি দাবিতে ঢাকার আশুলিয়ায় ডিইপিজেড এর সামনে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাবি আদায়ে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্প পুলিশের একজন কর্মকর্তা জানান, “কারখানাটির শ্রমিকদের বকেয়া পাওনা রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে তারা সড়কটি অবরোধ করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, চার বছর আগে কারখানা বন্ধ হলেও এখনও শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়নি। বারবার তারিখ দিয়েও কথা রাখছে না বেপজা কর্তৃপক্ষ। পাওনা পরিশোধ না করা হলে এবার সড়ক থেকে শ্রমিকরা সরবেন না বলেও জানান।

মো. ইসলাম নামে লেনী অ্যাপারেলস লিমিটেডের একজন সাবেক কর্মী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “চার বছর আগে কারখানা বন্ধ হওয়ার সময়কার এক মাসের বেতনসহ অন্যান্য পাওনা ও সার্ভিস বেনিফিট মিলিয়ে ৪৪ হাজার টাকা পাওনা রয়েছে আমার। এক টাকাও এখনো পাইনি। আগামী ৩০ তারিখে শ্রমিকদের টাকা দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা ধারণা করছেন, এই তারিখেও তাদের টাকা দেওয়া হবে না। যার কারণে সকাল থেকে সড়ক অবরোধ করা হয়েছে।”

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “২০২১ সালে সংকটের মুখে বন্ধ হয়ে যায় ডিইপিজেডএর কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস। বন্ধ হয়ে গেলেও কারখানাটির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন পাওনা এখনো বকেয়া রয়েছে।”

সকাল ১০টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়কটি অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.