ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বাজেট বান্ধব ছয়টি নতুন হ্যান্ডসেট বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে ইউমিডিজি বাংলাদেশ। আর এর মাধ্যমেই বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো চীনা ব্র্যান্ডটি। তবে আনুষ্ঠানিক যাত্রা শুরুতে দাম ঘোষণা করা হয়েছে চারটি ফোনের।
জানাগেছে, ঈদের আগে অবমুক্ত হবে আরো দুইটি ফোন। মডেল দুটি হলো ইউমিডিজি ১০০ নোট এবং নোট এআই।
রবিবার রাতে ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে নতুন ৪টি ফোন অবমুক্ত করে দাম ঘোষণা করেন ইউমিডিজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার ঝোও। অবমুক্তফোনগুলোতে বাজার চাহিদা অনুযায়ী, ৬/৮ * ১২৮জিবি স্টোরেজ, ৯০ হার্জ এর বড় ডিসপ্লে ও ফাস্ট চার্জিং সুবিধা ও ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
এর মধ্যে ৫জি সমর্থিত ইমিডিজি জি৯ মডেলের দাম ১৪ হাজার ৯৯০ টাকা। ছয় জিবির জাতীয় ফোনের বাজার দখল করতে অবমুক্ত করা হয় জি৯সি। এর দাম ধরা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। এছাড়াও জি৯টি ও জি৯এ রয়েছে এই সিরিজে। এগুলোর দাম যথাত্রমে ১০ হাজার ৯৯০ ও ৯ হাজার ৯৯০টাকা।
অনুষ্ঠানে ইউমিডিজি বাংলাদেশের সেলস অ্যান্ড অপারেশন হেড মাসুদুর রহমান বলেন, আগামী পাঁচ বছর হবে বাংলাদেশ হ্যান্ডসেট বাজারের স্বর্ণালী যুগ। তাই গ্রাহকদের সেবা দিতে দেশজুড়ে ১২টি সার্ভিস সেন্টার এবং ১০টি কালেকশন পয়েন্ট থাকবে ইউমিডিজি’র।
এছাড়াও ইউমিডিজি বাংলাদেশের মার্কেটিং ম্যানেজের রফিকুল ইসলাম এবং প্রডাক্ট হেড দুটি উপস্থাপনা তুলে ধরেন। সেসময় ফোনের বিশেষত্ব তুলে ধরে নতুন ফোনে দুই জন গেমারকে দিয়ে পাবজি লাইভ গেইম খেলানো হয়। অনুষ্ঠান শেষে লটারিতে ছয় জন বিজয়ীকে উপহার দেয়া হয় নতুন ফোন।