আলজেরিয়া সফর করছেন বাংলাদেশী ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদাসহ ও দেশটির ব্যবসায়ীদের সাথে ব্যবসায়িক আলোচনা করেছে দলটি। এ সময় বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও হস্তশিল্প পণ্য রফতানির বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।
সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলে রয়েছেন বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি নিজাম উদ্দিন মৃধা ও পরিচালক আসাদুজ্জামান লিটু রয়েছেন।
আলোচনাকালে আলজেরিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে তাদের আস্থার কথা জানান।একইসাথে কৃষিপ্রযুক্তি নিয়ে দুই দেশের মধ্যে কোনো সম্ভাবনা কাজে লাগানো যায় কিনা সে বিষয়েও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার কথা জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা।