ব্যাংক আমানতের সুদহারের ন্যূনতম সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২০২১ সালের ৮ আগস্ট মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মেয়াদি আমানতের সুদহার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। তখন বলা হয়, আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম হবে না। সেই সময় মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৬। ফলে তখন আমানতে এই পরিমাণ সুদ দিতে পেরেছে ব্যাংকগুলো।
কিন্তু এখন মূল্যস্ফীতিরে হার বেড়ে ৯ দশমিক ৪৯ হয়েছে। এই পরিমাণ সুদ দিয়ে আমানত সংগ্রহ করতে পারছে না ব্যাংকগুলো। এই বাস্তবতায় আমানতের সুদহারের সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।