টানা তিন দিনের দরপতনে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে ১৩৯ পয়েন্ট। এছাড়া, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ১১ দশমিক আট তিন পয়েন্ট। এসময় ৪৮ ভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। অন্যদিকে, চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৫১ পয়েন্ট।
মঙ্গলবার লেনদেনের শুরুতে বাড়তে থাকে ঢাকা স্টকের সূচক। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৭ পয়েন্ট। তবে, দিনশেষে ডিএসইএক্স সূচক ১১ দশমিক আট তিন পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয় ৩শ ৫৫ কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১১ কোটি টাকা। ডিএসইতে হাতবদলে অংশ নেওয়া ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় স্কয়ার ফার্মা, তৃতীয় অবস্থানে ইসলামী ব্যাংক।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম খান ব্রাদার্স, দ্বিতীয় ন্যাশনাল টি, তৃতীয় অবস্থানে জিপিএইচ ইস্পাত। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৫১ পয়েন্ট। লেনদেন হয় ১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।