Thursday, September 11, 2025

সর্বশেষ

আলট্রা-স্লিম ডিজাইনের মিনিলেড টিভি নিয়ে এলো হায়ার বাংলাদেশ

দেশের প্রিমিয়াম টিভির সেগমেন্টে নতুন মাত্রা যোগ করলো হায়ার বাংলাদেশ। এবার দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির আলট্রা-স্লিম ডিজাইনের মিনিলেড টিভি নিয়ে এলো ব্র্যান্ডটি।

ব্যবহারকারীদের টিভি দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে হায়ার মিনিলেড টিভি। সর্বাধুনিক এই টিভিটি প্রিমিয়াম সেগমেন্টের টিভি বাজারে যোগ করবে অনন্য মাত্রা। ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চির তিনটি সাইজে নিয়ে আসা টিভিটিতে রয়েছে অ্যাডভান্সড মিনি লেড এলইডি ব্যাকলাইটিং টেকনোলজি, ৯৪% কালার ভলিউম ও ৮০০+ নিটস সমৃদ্ধ ৪কে কিউএলইডি ডিসপ্লে প্যানেল, ডলবি ভিশন আইকিউ ও ডলবি অ্যাটমোস এবং বৈশ্বিকভাবে স্বীকৃত কেইএফ-এর বিল্ট-ইন সাব-উফার সগ ৫০ ওয়াট সাউন্ড সিস্টেম।

সম্প্রতি ঢাকার স্টার সিনেপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টিভিটি বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, টিভি প্রোডাক্ট হেড ফখরুল আলম, সেলস ডিরেক্টর আশরাফুল আলম এবং চাইনিজ মার্কেটিং হেড লি দান দান।

এরমধ্যে ৫৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ৭৪,৯০০; যার অফার মূল্য ৯৯,৯০০ টাকা মাত্র (পূর্বমূল্য ১,০৭,৯০০ টাকা)। একইসাথে, ৬৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ৯৪,৯০০; যার অফার মূল্য ১,২৪,৯০০ টাকা মাত্র (পূর্বমূল্য ১,৩৪,৯০০ টাকা) এবং ৭৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ১,১৯,৯০০; যার অফার মূল্য ১,৭৯,৯০০ টাকা মাত্র (পূর্বমূল্য ১,৯৪,৯০০ টাকা)।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.