বলিউড বাদশাহ শাহরুখ খান বছরের শুরুতে ‘পাঠান’ ছবি দিয়ে ঝড় তুলেছেন। বছরের মাঝে ‘জওয়ান’ নিয়ে আসে টর্নেডো। বলিউড বক্স অফিসের অনেক হিসাবনিকাশ তিনি এ ছবি দিয়ে নতুন করে লিখলেন। এবার আসছে তার নতুন সিনেমা ‘ডানকি’।
এরই মধ্যে সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে শাহরুখভক্তদের উৎসব শুরু হয়ে গেছে। ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা দেশে বসেই দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। আজ শুক্রবার থেকে দেশের প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। এটি মুক্তি দেওয়া হয়েছে ৪৯টি হলে।
সাফটা চুক্তির আওতায় আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কার্ট সিনেমাটি বাংলাদেশে এনেছে। এর আগে তারা শাহরুখ খানের পাঠান, জওয়ান দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছিল। তারা বাংলাদেশে এনেছে ‘অ্যানিমেল’ সিনেমাটিও। এবার ডানকি দিয়ে এ প্রতিষ্ঠানও সাফল্যের নতুন গল্প লিখতে চলেছে।
অ্যাকশন কার্টের কর্ণধার অনন্য মামুন বাংলাদেশে ডানকি মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল বলিউডের সঙ্গে একই দিনে বাংলাদেশে শাহরুখভক্তদের ডানকি দেখানোর। তা হয়নি। তবে এক দিন পরই আমাদের দর্শকের কাছে ছবিটি আনতে পেরে ভালো লাগছে। এ ছবির খুব সাড়া মিলবে বলে প্রত্যাশা করছি। প্রথম দিন সিনেমাটি দেশের ৪৯ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। এরপর চাহিদা অনুযায়ী শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আশা করি নতুন সপ্তাহে হলসংখ্যা ১০০ ছাড়াবে।’
বৃহস্পতিবার ভারতজুড়ে ডানকির মোট ১২ হাজার ৭২০টি শো দেখানো হয়। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, শুধু মুম্বাইতেই অনলাইনে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ১০ লাখ ৬৪ হাজারের বেশি। অফলাইনে টিকিট বিক্রির তথ্য প্রতিবেদন লেখার আগে প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, গোটা ভারতের হিসাবে মুক্তির প্রথম দিনই ডানকি আয়ের ইতিহাস গড়বে।
রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ডানকির গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।