Sunday, April 20, 2025

সর্বশেষ

কেন রাইমার সিনেমা দেখতে বললেন মোদি

রাইমা সেনের জন্য খবরটি চমকে যাওয়ার মতো। কারণ একটিই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং তাঁর অভিনীত সিনেমা সবাইকে দেখতে বলেছেন; তাও আবার গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসে। যা শুধু এ বলিউড অভিনেত্রী নয়, অনেকের কাছেই অবিশ্বাস্য। কেননা, এমন একটি খবর বেশির ভাগ মানুষ গুজব বলেই উড়িয়ে দেবেন।

কিন্তু এ খবর যে সত্য, তা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। জানিয়েছে, সম্প্রতি শীতকালীন অধিবেশনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদি; যেখানে উপস্থিত ছিলেন সব রাজ্যের সভাপতিও।

মূলত রামমন্দির উদ্বোধন নিয়েই ছিল বৈঠক। আর এ বৈঠকেই প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সবাইকে রাইমা অভিনীত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমা দেখার কথা বলেন। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাইমা। রোহিনী নামে সাংবাদিক চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

একইভাবে ভারত সরকারের কেবিনেট সচিবের ভূমিকায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন অনুপম খের। সিনেমায় তাঁর সংলাপের সঙ্গে মোদির কথার ধরনের মিল খুঁজে পেয়েছিলেন দর্শক। ঠিক সে কারণেই লোকসভা নির্বাচনের আগে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ দেখার নির্দেশ দিয়েছেন কিনা– তা নিয়ে চলছে নানা আলোচনা।

গত ২৮ সেপ্টেম্বর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমাটি মুক্তি পেলেও বাণিজ্যিকভাবে বড় কোনো সাফল্য পায়নি। তবে দর্শকের একাংশ এটিকে সময়োপযোগী সিনেমা বলেই উল্লেখ করেছেন। সেসব দর্শকের দলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নিজেও। যদিও সিনেমাটি নরেন্দ্র মোদির মনে কতটা ছাপ ফেলেছে, তা নিয়ে খোলাখুলি কিছু বলেননি। তবে সিনেমাটি যে দর্শকের ভাবনার খোরাক জোগাবে– মোদির কাছ থেকে সিনেমা দেখার নির্দেশে তা স্পষ্ট। বুধবারের ওই বৈঠকে মোদির সেই নির্দেশ শুনিয়েছেন মঙ্গল পাণ্ডে।

এদিকে বিষয়টি নিয়ে একই সঙ্গে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন রাইমা সেন। তাঁর কথায়, এটি সত্যি অবাক করার মতো ঘটনা। অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। এটি সত্যি যে যখন কোনো ছবিতে কাজ করে আনন্দ পাওয়া যায়, তখন একটাই চাওয়া থাকে– ছবিটি সবাই দেখুক।

প্রচার-প্রচারণায় অংশ নিয়েও আমরা সবাইকে সেই অনুরোধ করি। ভালো লাগলে ছবির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের বাইরেও ইন্ডাস্ট্রির অনেকে ছবি দেখার অনুরোধ জানায়। কিন্তু প্রধানমন্ত্রী কোনো ছবি দেখার নির্দেশ দেবেন– এ অকল্পনীয়!

বিষয়টি ভাবতেই অন্য রকম এক ভালো লাগা কাজ করছে। একই সঙ্গে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে অভিনয় করাটাও সার্থক বলে মনে হচ্ছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.