Wednesday, December 4, 2024

সর্বশেষ

৩০ বছরের রাগ ভুলে যেভাবে এক হলেন শাহরুখ-সানি

প্রায় ৩০ বছর ধরে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতি রাগ পুষে রেখেছেন মনে। কখনো তার সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়নি সানি দেওলের। কিন্তু ‘গদর ২’ হিট হওয়ার পর সাকসেস পার্টিতে শাহরুখ খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন সানি।

শাহরুখও ছুটে গিয়েছিলেন সানির ডাকে সাড়া দিয়ে। দেখা হতেই দুজন দুজনকে জড়িয়ে ধরেন। গল্পে মেতে ওঠেন। সেই চমৎকার মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এতদিনের রাগ তবে মিটলো কী করে? সানি নিজেই জানালেন সেই গল্প। সানি জানান, তিনি নিজে ফোন করে শাহরুখকে আমন্ত্রণ করেছিলেন। এবং শাহরুখও এক কথায় রাজি হয়ে যান। সম্প্রতি এ বিষয়ে সানি বলেন, ‘আসলে সময় সব ক্ষতে মলম লাগিয়ে দিতে পারে। কোনও কিছুই অসম্ভব নয়। আমাদের বয়স যখন কম ছিল তখন পরিস্থিতি অন্য রকম ছিল। এখন আমরা সকলেই নিজের জীবনে তৃপ্ত। পুরনো ঝগড়া আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। সকলে আমার পার্টিতে এসেছিলেন তাতে আমি খুবই খুশি।’

কি নিয়ে মনোমালিন্য সেই গল্প জানা আছে? না থাকলে জেনে নিন। আনন্দবাজার বলছে, শাহরুখের উপর সানি দেওলের রাগের সূত্রপাত সেই ‘ডর’ ছবি থেকে। সানি একদমই সন্তুষ্ট ছিলেন না তার চরিত্র নিয়ে। তিনি ছিলেন ছবির নায়ক, নায়িকা জুহি চাওলা এবং খলনায়ক শাহরুখ। খলচরিত্র হওয়া সত্ত্বেও শাহরুখের চরিত্রই বেশি প্রাধান্য পেয়েছিল। এবং এই ছবি যে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়, তার সাক্ষী ইতিহাস।

তবে সানি শুরু থেকেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই সময় খলচরিত্রকে প্রাধান্য দেওয়ার চল ছিল না। নায়ক গুরুত্ব পাবে না, এ কেউ ভাবতেও পারতেন না। তাই ছবির নির্মাতা যশ চোপড়ার কাছে অভিযোগ করতে গিয়েছিলেন সানি। যদিও যশ এ বিষয়ে চিত্রনাট্যে কোনও বদলই করতে রাজি হননি। সেই সময় বেজায় চটে যান সানি।

শোনা যায়, রাগে-দুঃখে নাকি নিজের পরনের ট্রাউজার্স ছিঁড়েই ফেলেন সানি। তাও মন গলেনি যশের। ছবির সম্পাদনায় একচুলও বদল করেননি তিনি। শাহরুখের উত্থান ‘ডর’ থেকেই। বলিউডের বাদশা হওয়ার রাস্তাটা সেই সময়ই তৈরি হয়ে যায়। হয়তো সেই কারণেই সানির অভিমান এত বছর টিকেছিল।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.