চতুর্থবারের মতো তেলেগু তারকা রাম চরণের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘গেম চেঞ্জার’। সিনেমাটি নির্মাণ করবেন জনপ্রিয় তামিল নির্মাতা এস শঙ্কর। এর আগে সিনেমাটির নাম ছিল ‘আরসি ১৫’।
২০২৩ সালে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি। এবার শুটিং শুরুর সময় এসেছে। গেল বছর রাম চরণের জন্মদিন উপলক্ষে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে কিয়ারাসহ সিনেমারা কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সিনেমাটির প্রথম লটের শুটিং সেট সাজানো হয়েছে ইনোভেটিভ ফিল্ম সিটি বেঙ্গালুরুতে। তীব্র শীতের মধ্যে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছেন রাম চরণ ও কিয়ারা আদভানি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের একটি ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, শীত জয় করে ‘গেম চেঞ্জার’ নিয়ে কাজে ফিরছি। নাক, মুখ, কান ঠাণ্ডায় জমে যাচ্ছে। ইউরোপের ফিল এখন ভারতেই পাওয়া যাচ্ছে। তার এই ছবির নিচে সহকর্মী রামকেও মন্তব্য করতে দেখা যায়।
গেম চেঞ্জার সিনেমাটি নির্মাণে বাজেট ধরা হয়েছে ১৭০ কোটি রুপি। এখানে লোকেশন, ভিএফএক্স, অ্যাকশনের চমক থাকবে অনেক। সিনেমাটি তেলেগু ভাষায় নির্মাণ করা হবে।
এসভিসির প্রযোজনায় গেম চেঞ্জারে আরও অভিনয় করতে দেখা যাবে একঝাঁক তারকাকে। তাদের মধ্যে দিল রাজু, অঞ্জলি, এস জে সুরিয়া, নাভীন চন্দ্র, এশা গুপ্তা জয়রাম, মিকা শ্রীকান্ত, সুনীল অন্যতম।
এ ছাড়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ সিনেমায়।