ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল মিডিয়ায় ঝড়।
শুধু তাই নয়, বিভিন্ন শো’তে তার বক্তব্য ও উরাধুরা নাচ নিয়েও মানুষ বিনোদিত হন এবং কী ট্রলও করেন। তবে এবার তিনি তার বিখ্যাত ডিগবাজি দিতে গিয়ে ঝুঁকিতে পড়েছেন।
জায়েদ খান সম্প্রতি দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে মাজায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই কোমরে ব্যথা পান তিনি এবং আচমকা থেমে যান।
ব্যথা পাওয়ার পর জায়েদ খান বলেন, ‘এজন্যই আমার বোন ডিগবাজি মানা করেন।’ আলোচিত এই নায়ক তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।’
জায়েদ খান গণমাধ্যমে জানিয়েছিলেন, দুবাইয়ের শো থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবেন। সেই শোগুলোতে তার সঙ্গী হবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
তবে তার আগেই নাকি এক নতুন চমক দিতে যাচ্ছেন জায়েদ। এর আভাস পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমেও। খুব শিগগির নাকি তাকে দেখা যাবে বলিউডের এক নায়িকার সাথে। তবে সেই কাজটি বিজ্ঞাপন নাকি স্টেজ শো তা জানা যায় নি।
ঈদের ঠিক একদিন আগে ভারতের মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদ আমেজ শেষ হতে না হতেই উড়াল দিয়েছেন দুবাইয়ে। তার আগে শো করেন লন্ডনে। এর পর নাকি তিনি কানাডা মাতাতে পাড়ি জমাবেন আগস্টে।