দিল্লির মেয়ে বলিউডের তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি। নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও ‘কালা’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন। এবার ‘অ্যানিমেল’ দিয়ে আবারও পর্দায় হাজির হয়ে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। এ সিনেমায় জোয়া চরিত্রে অভিনয় করে সবার মনে দাগ কেটেছেন। বিশেষ করে তরুণ দর্শকদের মনের কোনায় দোলা দিয়েছেন তিনি গ্ল্যামার আর মিষ্টি হাসির সুবাসে।
সিনেমাটি মুক্তির আগেই তার এই চরিত্র নিয়ে তৈরি হয় রহস্য। সে রহস্য উন্মোচন হয় ১ ডিসেম্বর অ্যানিমেল মুক্তির পর। প্রধান চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর ছবিটিতে জোয়া নামের এক চরিত্রের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই জোয়া চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তৃপ্তি।
অল্প সময়ের উপস্থিতিতেই নিজেকে নিয়ে এসেছেন আলোচনায়। তার অভিনয়, গ্ল্যামার ও স্ক্রিন উপস্থিতি নিয়ে চর্চা চলছে বলিউডপাড়ায়। অনেকের মতে, রণবীরের সঙ্গে রাশমিকার চেয়ে তার ক্যামিস্ট্রি বেশি নজর কেড়েছে।
ভারতীয় গণমাধ্যমে তৃপ্তির সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন অভিনেতা রণবীর কাপুর। তিনি বলেন, ‘তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। দুর্দান্ত একজন অভিনেত্রী তিনি। এ ছাড়াও চমৎকার একজন মানুষ। তার সঙ্গে দুর্দান্ত একটি কাজ করলাম। তৃপ্তির কালা সিনেমাটি আমাকে আগেই মুগ্ধ করেছিল।’
অ্যানিমেল সিনেমায় তৃপ্তির চরিত্র বলিউড সাংবাদিকদেরও নজর কেড়েছে। বর্ষীয়ান টেলিভিশন সাংবাদিক আজিজ মির্জার মতে, তৃপ্তির চরিত্রটি সিনেমার গল্প আরও বেশি শক্তিশালী করেছে। তার উপস্থিতি দর্শকদের মাঝে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বি-টাউনে অল্প সময়ে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। যার জন্য আগামী বছর তার ব্যস্ততা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বলিউডে তৃপ্তির অভিষেক হয় ২০১৭ সালে ‘মম ও পোস্টার বয়েস’ সিনেমার মাধ্যমে। দুটি দিনেমাতেই পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘লাইলা মজনু’, বুলবুল ও কালা সিনেমা দিয়ে আলোচনায় আসেন। ইতোমধ্যেই ২০২৪ সালে দুটি সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমা দুটির নাম ‘মেরে মাহবুব মেরে সনম’ ও ‘ভিকি ভিদায়কা ও ওয়ালা ভিডিও’।