ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে আজ মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। এ সিনেমার মাধ্যমে বি-টাউনে অভিষেক হচ্ছে তার।
এর আগে ২০ নভেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা কড়ক সিংয়ের ট্রেলার প্রকাশিত হয়। এবার সিনেমাটি সবার জন্য মুক্তি দেওয়া হচ্ছে।
সিনেমার ট্রেলারটি ইতোমধ্যে দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ট্রেলারের শুরুতে দেখা যায় কুয়াশায় ঢাকা মুম্বাই শহর। এর পরই দেখা যায় ফ্যামিলি ড্রামা। তবে হঠাৎ করেই তা পরিবর্তিত হয়ে রূপ নেয় থ্রিলারে। অনুমান করা যায়, সুখী কোনো পরিবারের গল্প নয় এটি, নয় প্রেমের গল্পও। এর পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স।
ট্রেলারে দেখা যায়, অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানেন না তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি আর প্রেমিকার পরিচয় নিয়ে জয়া আহসান। আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি।
উল্লেখ্য, অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংঘি ও মালয়ালাম অভিনেত্রী পার্বতী।