দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুপুরে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী।
আপিল তথ্যে মাহিয়া মাহির নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া।
রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তবে গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া এক শতাংশ ভোটারের তালিকায় ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
চিত্রনায়িকা মাহি বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। আওয়ামী লীগের হয়ে ভোটে দাঁড়াতে চেয়েছিলেন তিনি, তবে দল তাকে মনোনয়ন দেয়নি।
এ অবস্থায় আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করতে উৎসাহিত করা হলে মনোনয়ন ফরম কেনেন মাহি। স্বামীকে নিয়ে মাঠে আছেন তিনি। আশা করছেন, জনগণের ভোটে জয়ী হয়ে সংসদে যাবেন।