সিনেমাপ্রেমীদের প্রশংসার পাশাপাশি আলোচনাও কম হচ্ছে না রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’ নিয়ে। এই সিনেমার আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। পর্দায় তার অভিনয়ও ব্যাপক নজর কেড়েছে দর্শকদের। এদিকে সব আলোচনা-সমালোচনার মাঝেই বিমানবন্দরে এক কাণ্ড ঘটিয়ে ফেললেন এই অভিনেতা।
জানা গেছে, এক ভক্তের ব্যবহার দেখে রীতিমতো মেজাজ হারিয়ে বসেন ববি দেওল। শুধু তাই নয়, ওই ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়েও দেন তিনি।
যেকোনো জায়গায়তেই প্রিয় তারকাদের দেখতে পেলেই ছবি তুলতে ছুটে যান ভক্তরা। ববি দেওলের সঙ্গেও ঠিক তেমন ঘটনাই ঘটেছিল বিমানবন্দরে। কিন্তু এক ধাক্কায় ভক্তকে সরিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে যান তিনি।
আর এই ঘটনা ঘটার পরেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। রীতিমতো কড়া সমালোচনার মুখে পড়েন ববি। একজন লিখেছেন, সিনেমায় যেমন মেজাজে দেখা গিয়েছিল তাকে, বাস্তবেও ঠিক তেমন মেজাজই দেখালেন।
‘অ্যানিমেল’ সিনেমায় ববিকে খলনায়ক আব্রারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। পর্দায় তার ধর্ষণ-দৃশ্য ঘিরে নেটদুনিয়ায় উঠেছে নিন্দার ঝড়। সিনেমায় ববিকে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় বিয়ে করতে দেখা যায়।
শুধু তাই নয়, চরিত্রটি এতোটাই উগ্র ও নারীবিদ্বেষী যে, বিয়ের দিন প্রকাশ্যে স্ত্রীর ওপর নির্যাতনের পাশাপাশি জোর করে শারীরিক সম্পর্ক করে। যাকে বৈবাহিক ধর্ষণও বলা যায়। তাতে অবশ্য কোনো মাথাব্যথা নেই পর্দার আব্রারের।