Wednesday, December 4, 2024

সর্বশেষ

অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী মারা গেছেন

বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী (৭২) মারা গেছেন। রোববার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এর সপ্তাহ দুয়েক আগে অভিনেতা ডেঙ্গুতে আক্রান্ত হন। হাসপাতালেও তাকে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।

ভোজপুরী ইন্ডাস্ট্রিতে প্রায় পাঁচ দশকের কেরিয়ার ব্রিজেশের। ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবির মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হয় তার। তবে ভোজপুরী ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত, রবি কিষাণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখেছে দর্শক।

বলিউডে অভিনয় করলেও ব্রিজেশকে অনুরাগীরা মনে রেখেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তার একাধিক জনপ্রিয় খলচরিত্রের জন্য। অভিনয় করেছেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো তাবড় ভোজপুরী অভিনেতাদের সঙ্গে। ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে শোকের পরিবেশ।

প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষাণ বলেন, ‘আমরা একসঙ্গে প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছি। ওর প্রয়াণে ভোজপুরী সিনেমায় একটা যুগের অবসান ঘটল। ওর আত্মার শান্তি কামনা করছি।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.