Wednesday, December 4, 2024

সর্বশেষ

দুই সিনেমা নিয়ে ব্যস্ত স্কার্লেট জনসন

হলিউড অভিনেত্রী স্কার্লেট জনসন। ২০২৩ সালটি তার জন্য বড়পর্দা ও ছোটপর্দা মিলিয়ে ব্যস্ততায় কেটেছে। যার রেশ রয়েছে নতুন বছরেও। ২০২৩ সালে স্কার্লেটের দুটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ মুক্তি পায়। এর মধ্যে অ্যাস্টেরিওড সিটি ও নর্থ স্টার সিনেমা দুটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

এবার ২০২৪ সালে আসছে তার দুটি সিনেমা। তার মধ্যে নির্মাতা জর্জ বার্লনটির ‌‘প্রজেক্ট আরতেমিস’-এর শেষ সময়ের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনসন। সিনেমাটি ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর শেষ অংশের শুটিং করতে বর্তমানে স্পেনে আছেন অভিনেত্রী।

প্রজেক্ট আরতেমিসে তার বিপরীতে অভিনয় করবেন চ্যানিং ট্যাটম। এতে আরও অভিনয় করছেন অ্যান্না গার্সিয়া, রয় রোমানো, উডি হার্লসন, ডোনাল্ড ওয়াটকিন্স, কলিং উডিল প্রমুখ।

এ সিনেমার শুটিং শেষ করে জনসন যোগ দেবেন ‘ট্রান্সফরমার ওয়ান’ সিনেমার শুটিংয়ে। জোশ কুইলি পরিচালিত এ স্পাই থ্রিলারে স্কার্লেটের বিপরীতে অভিনয় করবেন ক্রিস হমসওয়ার্থ। সিনেমাটি মুক্তি পাবে ১৩ সেপ্টেম্বর।

ট্রান্সফরমার ওয়ানে জনসন-ক্রিস ছাড়া আরও অভিনয় করছেন ব্রায়েন ট্রি, মিচেল কে, লরেন্স ফিশবার্ন ও জন হ্যামের মতো তারকারা।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.