Thursday, December 5, 2024

সর্বশেষ

আর নাচতে চাইছেন না নোরা

অধিকাংশ সিনেমাতেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় নায়কদেক। ‘কবীর সিং’ থেকে সাম্প্রতিককালের ‘অ্যানিমাল’, অধিকাংশেই অ্যাকশন দৃশ্যে নজর কেড়ে নেন নায়করা। ‘ফাইটার’ কিংবা ‘জওয়ান’-এর মতো হাতে গোনা দু-একটি সিনেমাতে নায়িকাদের মারপিট করতে দেখা গিয়েছে বটে। তবে সেগুলো সংখ্যায় অনেক কম।

তাই নোরা ফাতেহি মনেপ্রাণে চান এমন একটি সিনেমায় অভিনয় করতে, যেখানে তিনি অ্যাকশন করার সুযোগ পাবেন। পরিচালকদের কাছে বলিউডের নৃত্যশিল্পী নোরার অনুরোধ, এমন কোনো সিনেমার জন্য যাতে তাকে ভাবা হয়।

আনন্দবাাজার পত্রিকা বলছে, ‘ক্র্যাক’ সিনেমায় নোরা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অ্যাকশন-ধর্মী সিনেমা এটি। পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে।

বিদ্যুৎ জামওয়াল এবং অর্জুন রামপাল এই সিনেমার দুই স্তম্ভ। বলিউডের অন্যতম শরীর সচেতন অভিনেতা হিসেবেও দুজনেরই পরিচিতি রয়েছে। দুজনের সঙ্গে কাজ করে পর্দায় অ্যাকশন করার প্রতি একটি বাড়তি উৎসাহ পেয়েছেন নোরা। তিনি চান গোটা সিনেমা জুড়ে তিনি স্টান্ট করবেন। মারপিটের দৃশ্যে অভিনয় করবেন।

নোরার মতে, একজন নৃত্যশিল্পীকেও খেলোয়াড়দের মতো ফিট হতে হয়। দুক্ষেত্রেই ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমি নিজে একজন ডান্সার। আমি জানি নাচ করতে গেলে ঠিক কতটা ফিট থাক জরুরি। আমার বিশ্বাস আমাকে যদি কেউ এমন কোনো চরিত্রের জন্য ভাবেন, আমি নিরাশ করব না।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.