Thursday, December 5, 2024

সর্বশেষ

পেটে জীবন্ত মাছির বসবাস

নাক বা মুখ দিয়ে বিভিন্ন সময় অনেক কিছু আমাদের শরীরে প্রবেশ করে থাকে। সেসব বেরও হয়ে যায় আবার। কিন্তু যদি শুনতে পান কারও পেটে বাস করছে জীবন্ত এক মাছি, তখন কেমন লাগবে!

যুক্তরাষ্ট্রের মিসৌরির ডাক্তাররা এক রোগীর পেটে কোলোনোস্কোপির সময় এমনই এক আশ্চর্যজনক ঘটনার মুখোমুখি হন। ওই রোগীর পেটে তারা দেখতে পান একটি মাছির বসবাস।

মার্কিন জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজি সম্প্রতি ৬৩ বছর বয়সি এক ব্যক্তির আজব এ ঘটনা প্রকাশ করেছে, যার পেটের ভেতরে ছিল একটি মাছি। কোলন ক্যানসার শনাক্তে ওই রোগী গিয়েছিলেন হাসপাতালে। ডাক্তারের পরামর্শে কোলোনোস্কোপি করতে গিয়ে মাছিটির বিষয়ে জানা যায়।

কিন্তু কীভাবে মাছি তার পেটে প্রবেশ করেছে, তা জানা যায়নি। কারণ টেস্টের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত ওই ভদ্রলোক শুধু তরল খাবারই গ্রহণ করেছেন। তবে ডাক্তারদের ধারণা, ফল বা শাকসবজির মাধ্যমে মাছির লার্ভা তার পেটে প্রবেশ করে পাকস্থলীর অ্যাসিড থেকে বেঁচে গিয়ে তার অন্ত্রে ডিম ফুটিয়ে থাকতে পারে। কোলোনোস্কোপির সময়ও মাছিটি জীবন্ত ছিল।

কিন্তু ডাক্তাররা তার কোনো নড়াচড়া দেখতে পাননি। মাছি নিয়ে বসবাস করলেও লোকটিকে সমস্যায় ভুগতে হয়নি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.