Wednesday, December 4, 2024

সর্বশেষ

বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স এখন ভারতে

যুক্তরাষ্ট্রের পেন্টাগন ছিল এতদিন বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স ভবন। সেটাকে টপকে বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্সের তকমা পেয়েছে ভারতের ‘সুরাট ডায়মন্ড বোর্স (এসডিবি)’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার (১৭ ডিসেম্বর) ভবনটি উদ্বোধন করবেন।

৪ হাজার ২০০ হীরা ব্যবসার অফিস নিয়ে বিশ্বের বৃহত্তম বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে এসডিবি। এ কমপ্লেক্সকে সংক্ষেপে হীরার শহর বলা হচ্ছে।

ডায়মন্ড শহরটির নকশা করেছে দিল্লিভিত্তিক প্রতিষ্ঠান মরফোজেনেসিস। ড্রিম প্রজেক্টটি সুরাটের ৬৬ লাখ বর্গফুট জায়গার ওপর তৈরি করা হয়েছে এসডিবির চেয়ারম্যান সুরাটের বৃহত্তম হীরা সংস্থা কিরণ জেমসের মালিক বল্লভভাই লাখানি।

এসডিবি সভাপতি নাগজিভাই সাকারিয়া গণমাধ্যমকে জানান, বর্তমানে এখানে ১৩৫টি অফিস আছে। আমরা আশা করছি উদ্বোধনের পরে অন্যরাও এখানে তাদের অফিস খুলবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে নতুন অফিসগুলো খোলা শুরু হবে। এতদিন পর্যন্ত মুম্বাই ছিল হীরা ব্যবসার সবচেয়ে বড় কেন্দ্র। কিন্তু এসডিবি উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুরাট হীরা এবং গয়নার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র হয়ে উঠবে।

মরফোজেনেসিসের তথ্য অনুসারে, এসডিবি বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স। এখানে নয়টি টাওয়ার রয়েছে। প্রতিটিতে রয়েছে ১৫টির কাছাকাছি আলাদা আলাদা ফ্লোর।

হীরার যাবতীয় কাজ যেমন- পালিশ, কেনা, বিক্রি, নকশা তৈরি, নকশা অনুযায়ী বানানো, সব এক ছাদের নিচে এসডিবিতে করা যাবে। এ ছাড়াও, আন্তর্জাতিক এবং জাতীয় ক্রেতাদের জন্য হীরার গয়নার ২৭টি খুচরা দোকানও থাকবে এখানে। নিরাপত্তা বজায় রাখতে এসডিবির ভিতরে এবং বাইরে ৪ হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সঙ্গে রয়েছে কর্মীদের বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা। এটি ছাড়া এখানে কোনো কর্মীই প্রবেশ করতে পারবে না।

২০১৭ সালের ডিসেম্বরে বিশ্বের বৃহত্তম এই অফিস কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের মোট ব্যয় ৩ হাজার ২০০ কোটি টাকা।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.