টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজ শেষেই কুড়ি ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লিতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।
বিদায়বেলার কোনও আক্ষেপ নেই ৩৮ পেরিয়ে যাওয়া এই ক্রিকেটারের। টি-টোয়েন্টি ক্যারিয়ারে যা অর্জন করেছেন, তাতেই সন্তুষ্ট মাহমুদউল্লাহ। ২০২১ সালে আচমকা টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার টি-টোয়েন্টিতেও বিদায় বললেন তিনি। সেই হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডেতে টিকে থাকলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত হঠাৎ করে নেননি মাহমুদউল্লাহ। অনেকদিন থেকেই ভাবছিলেন অবসরের কথা। ভারতে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, “এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেবো। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি।”
সঙ্গে যোগ করেছেন, “আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।”