প্রোটিনের গঠন নিয়ে গবেষণার জন্য এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, জন এম জাম্পার ও ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস।
বাংলাদেশ সময় বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
পুরস্কার প্রদানকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়, কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য পুরষ্কারের অর্ধেক পাবেন বেকার। প্রোটিনের গঠন অনুমানের জন্য বাকি অর্ধেক পাবেন হ্যাসাবিস ও জাম্পার।
রসায়নে নোবেলজয়ীদের জন্য পুরস্কার হিসেবে মোট ১১ লাখ ডলার (এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার) বরাদ্দ থাকে।
নগদ পুরস্কারের পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর বিজয়ীদের পদক প্রদান করবেন সুইডেনের রাজা, এরপর তাদের সম্মানে স্টকহোম সিটি হলে একটি জমকালো ভোজের আয়োজন হবে।
গত বছর কোয়ান্টাম ডট বা ন্যানোক্রিস্টাল আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেয়েছিলেন আলেক্সি ইয়াকিমভ, মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুস।
তাদের এই আবিষ্কার এখন টিভি-ফোন-কম্পিউটারের স্ক্রিনে রঙের পরিমাণ বাড়াতে ব্যবহৃত হয়, এলইডি লাইটে ব্যবহৃত হয়, এমনকি জটিল চিকিৎসার সরঞ্জামেও ব্যবহৃত হয়।