Wednesday, December 4, 2024

সর্বশেষ

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের সবাই পুরুষ বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মিডিয়া কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই বলেন, ‘ঢাকা থেকে ঝিনাইদাহগামী গ্রীন এক্সপ্রেস বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এর দুর্ঘটনা ঘটে।’

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহত পাঁচজনের বয়স ১৮ বছরের বেশি। তাদের নাম-পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস দুটো উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.