Wednesday, December 4, 2024

সর্বশেষ

বকেয়া দাবিতে আজও বেক্সিমকো শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছেন।

আজ রোববার সকাল ৯টার দিকে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগত উল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বেক্সিমকো শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান, বেতন পরিশোধ না করলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

‘যতদিন টাকা না পাব ততদিন বাসায় ফিরব না। আজকে নিয়ে চার দিন ধরে আন্দোলন করছি। কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি।’

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।

এদিকে বিক্ষোভরত শ্রমিকেরা গণমাধ্যম কর্মীদের তাদের ছবি তুলতে বা ভিডিও ধারণ করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.