Wednesday, December 4, 2024

সর্বশেষ

সোনারগাঁওয়ে বসুন্ধরার কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান কারখানার কর্মীরা।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধ কর্মীদের বরাতে বলেন, ‘কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিস ম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ ১০ শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন।’

আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে বলেও জানান তিনি।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, ‘বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ইউনিট-১ এর ভেতর একাধিক প্রতিষ্ঠান রয়েছে। কারখানাটির এয়ার ফ্রেশনার তৈরির অংশে বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটির র‌্যাপিং মেশিন ওভারহিট হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তখন সেখানে থাকা এয়ার ফ্রেশনারের বোতলগুলোও বিস্ফোরিত হলে শ্রমিকরা দগ্ধ হন।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নারায়ণগঞ্জ-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, কারখানাটি থেকে আগুনের খবর জানানো হয়। কিন্তু ফায়ার ইউনিট রওয়ানা হওয়ার আগেই আগুন নিভে গেছে বলে জানানো হয়। তখনো বিস্ফোরণ বা দগ্ধের বিষয়টি জানানো হয়নি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, সকাল ১০টায় গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক তাদের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় দগ্ধ ১০ জনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে পাঠানো হয়েছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.